ব্যাংক এশিয়ার এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স

0
75

কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকে কমপ্লায়েন্সভিত্তিক এবং টেকসই ব্যাংকিং সংস্কৃতি চালু রাখার প্রয়াসে সম্প্রতি বার্ষিক”এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স ২০২৩” আয়োজন করে ব্যাংক এশিয়া লিমিটেড। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান। সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি জিয়াউল হাসান। ব্যাংকের এসইভিপি ও গুলশান শাখার প্রধান তানফিজ হোসেন চৌধুরী, এসইভিপি ও প্রিন্সিপাল অফিস শাখা প্রধান মো. আব্দুল লতিফ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।