বিয়ে করলেন সিদ্ধার্থ-কিয়ারা

0
168

কয়েক দিন ধরেই রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় প্রাসাদ বর্ণিল সাজে সেজেছে। মঙ্গলবার সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির চার হাত এক হলো। সেখানেই হচ্ছে বিয়ের সব অনুষ্ঠান। পাঞ্জাবি বিয়ের রীতি-নীতি মেনেই বিয়ের অনুষ্ঠান হয়েছে। সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন সিদ্ধার্থ। বিয়েতে কিয়ারা মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন।
বিয়ের ভেন্যুর কিছু ছবি প্রকাশ হয়েছিল অনলাইনে। ব্যান্ড সদস্য, ফুলের ছাতা এবং একটি সাজানো ঘোড়া দেখা গেছে ছবিতে। তবে এখনো বিয়ের মণ্ডপের কোনো ছবি প্রকাশিত হয়নি এই জুটির।
মেহেন্দি অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়েছে যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। মেহেন্দি সঙ্গীত অনুষ্ঠানের আগেই ছিল কিয়ারার চুড়া পর্ব। পাঞ্জাবি বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই রীতি অনুযায়ী বিশেষ ধরনের চুরির সেট পরানো হয় হবু কনেকে। এই চুড়ার সেট বিয়ের পরও একটা নির্দিষ্ট সময় পরে থাকতে হয়। রাজস্থান সাক্ষী থাকল বলিউডের আরও এক রাজকীয় বিয়ের। বিয়েতে ১০ দেশের শতাধিক খাবারের পদ ছিল। মেনুতে রয়েছে ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে রয়েছে জয়সালমীরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মেহেন্দি, হলদি এবং সঙ্গীতানুষ্ঠান।
দুই পরিবারের সদস্যরা ছাড়াও বিয়েতে উপস্থিত হয়েছেন কিয়ারার ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু মুকেশ আম্বানিকন্যা ইশা ও তার স্বামী পরিমল। করণ জোহর থেকে শুরু করে শাহিদ কাপুর ও তার স্ত্রী, অমৃত পাল সিং, সাবিনা খান, জুহি চাওলাসহ অনেকে উপস্থিত হয়েছেন।
অতিথিদের জন্য বিলাসবহুল সূর্যগড় প্রাসাদে ৮০টি ঘরের আয়োজন করা হয়েছে। অতিথিদের যাতায়াতের জন্য রাখা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়িও। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি যাতে বাইরে না বেরোয়, সেই জন্য মূল অনুষ্ঠানের দিন মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূর্যগড় প্রাসাদের অন্দেরই রাজস্থানি লোকনৃত্য থেকে সেখানকার লোকশিল্পীদের নিয়ে থাকছে নানা আয়োজন। ছোটখাটো কার্নিভালের ব্যবস্থাও থাকছে কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে। অতিথিদেরকে নিয়ে ডেজার্ট সাফারি এবং সেখানে ফুড স্টলের ব্যবস্থাও করা হয়েছে। পাঞ্জাবি ছেলে সিদ্ধার্থ তার পাঞ্জাব এবং দিল্লি থেকে আসা অতিথিদের মসলাদার ও চটকদার খাবারেরও ব্যবস্থা থাকছে।
বিয়ের পর নব দম্পতি উঠবেন সিদ্ধার্থের আরবসাগর মুখী বিলাসবহুল ফ্ল্যাটে। যার ইন্টিরিয়র করেছিলেন গৌরি খান। ৩ হাজার ৫০০ বর্গফুটজুড়ে বিস্তৃত সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি। ১২ ফেব্রুয়ারি রিসেপশন পার্টি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা।