বাংলা কিউআর কোড চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক

0
87

ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরো সহজতর করতে বাংলা কিউআর কোড সার্ভিস চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী এ সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি আদিল রায়হান, শামীম আহম্মদ, মু. মাহমুদ আলম চৌধুরী ও অসীম কুমার সাহা, সিএফও তাপস চন্দ্র পাল, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আসগার জি হারুনী, কার্ড ডিভিশন এবং ডিজিটাল ব্যাংকিং ও ইনোভেশনের হেড মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।