বন্যাদুর্গতদের পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

0
47

টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানির ঢলে আকস্মিক বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষত ফেনী ও খাগড়াছড়ির অবস্থা সবচেয়ে খারাপ। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।
প্রাথমিক অবস্থায় এমটিবিতে কর্মরতদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে বন্যাদুর্গত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম চালাচ্ছে বেসরকারি খাতের এ ব্যাংক। এদিকে বন্যাকবলিত বিশেষত চট্টগ্রাম অঞ্চলের সবগুলো শাখা-উপশাখার কর্মকর্তা-কর্মচারীদের সার্বিকভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।
জানতে চাইলে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, তাৎক্ষণিক জরুরি পদক্ষেপের অংশ হিসেবে এমটিবি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে আমরা বন্যাদুর্গত এলাকায় দ্রুত উদ্ধারকাজ পরিচালনা ও মানবিক সাহায্য প্রদানে রেড ক্রিসেন্ট সোসাইটিকে আর্থিক সহায়তা প্রদান করছি। এক্ষেত্রে আমাদের চেয়ারম্যানের বিশেষ নির্দেশনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে।
তিনি বলেন,বন্যাদুর্গত এলাকায় অবস্থিত এমটিবির শাখাগুলোয় কর্মরতদের স্থানীয়দের পাশে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী শুকনো খাবার, স্যালাইন, জরুরি ওষুধসহ জীবন বাঁচাতে যা যা লাগে, তা করা হচ্ছে।
এদিকে বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হবে বলেও জানিয়েছেন এমটিবির এমডি।

প্রসঙ্গত, গত জুন-জুলাইয়ে সিলেট অঞ্চলে বন্যা দেখা দিলে এমটিবি ফাউন্ডেশন তাৎক্ষণিকভাবে বন্যার্ত এক হাজার পরিবারকে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করে।