পূবালী ব্যাংক পিএলসি ও এয়ার অ্যাস্ট্রার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

0
50

পূবালী ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কার্ড বিজনেস ডিভিশন এনএম ফিরোজ কামাল এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোজাম্মেল হক ভূঁইয়া। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আনিসুজ্জামান এবং হেড অব কার্ডস ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায় উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের অধীনে পূবালী ব্যাংকের সব কার্ডহোল্ডাররা (ডেবিট ও ক্রেডিট) এয়ার অ্যাস্ট্রা থেকে বিমান ভাড়ায় ১০ পার্সেন্ট ছাড়সহ অন্যান্য সুবিধাদি উপভোগ করবেন।