পূবালী ব্যাংকের এডিসি বিভাগে নতুন নিয়োগপ্রাপ্তদের ওরিয়েন্টেশন

0
87

পূবালী ব্যাংক লিমিটেডের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি) বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ১৮৮ কর্মকর্তাকে স্বাগত জানাতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। গতকাল প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।