ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

0
68

ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের ৫০৫তম এ সভায় উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টুকে চেয়ারম্যান ও মোয়াজ্জেম হোসেনকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। এ সময় নতুন পর্ষদের পরিচালক ও শেয়ারহোল্ডার জাকারিয়া তাহের, স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আব্দুস সাত্তার সরকার উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খানসহ সংশ্লিষ্ট ডিএমডিরা অংশ নেন।