নরসিংদীতে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথ উদ্বোধন

0
95

নরসিংদী জেলায় লংকাবাংলা সিকিউরিটিজের একটি ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে জেলার মানুষের জন্য পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে লংকাবাংলা সিকিউরিটিজ। এতে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক প্রধান, নরসিংদী ডিজিটাল বুথের ব্যবস্থাপক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ, ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা বলেন, দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা প্রসারিত ও ত্বরান্বিত করতে লংকাবাংলা সিকিউরিটিজ দেশজুড়ে অসংখ্য নতুন ব্রাঞ্চ ও ডিজিটাল বুথ সংযোজন করে চলছে। সমান্তরালভাবে লংকাবাংলার ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক পর্যায়ে পুঁজিবাজারে বিনিয়োগকে আরও সহজ এবং উৎসাহিত করেছে, নতুন প্রজন্মকে তথ্যভিত্তিক ও পেশাদার বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।
লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী বলেন, পুঁজিবাজারের মতো সম্ভাবনাময় ক্ষেত্রে সুপরিকল্পিতভাবে বিনিয়োগের মাধ্যমে যেকোনো শ্রেণি-পেশার মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। বিও অ্যাকাউন্টে নতুন সংযোজিত শতভাগ ঝুঁকিমুক্ত সরকারি ট্রেজারি বন্ড এরই মধ্যে বিনিয়োগকারীদের মনে আস্থা নিয়ে এসেছে। এ ছাড়া ভবিষ্যতে কমোডিটি মার্কেট, ইটিএফের মতো আকর্ষণীয় প্রোডাক্টগুলো পুঁজিবাজারে সংযুক্ত হওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পুঁজিবাজারে বিনিয়োগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।