কৃষক ও প্রান্তিক উদ্যোক্তাদের ফুল চাষে উৎসাহিত করতে খুলনা মুক্তি সেবা সংস্থার (কেএমএসএস) সঙ্গে কাজ করতে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। যশোরকেন্দ্রিক উদ্যোগটি কৃষি বৈচিত্র্য বাড়াতে সহায়তা করবে। ফুলের উৎপাদন বাড়াতে এবং ৮০০ প্রান্তিক চাষির জন্য নতুন সুযোগের সন্ধানে সহায়তা করবে এ উদ্যোগ। এ প্রকল্পের চাষিরা ফুল চাষের শেড নির্মাণ, ফুল সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা এবং ফরোয়ার্ড মার্কেট লিংকেজের মাধ্যমে আয় বাড়াতে বিশেষ প্রশিক্ষণ পাবেন। দেশব্যাপী কৃষির বৈচিত্র্যের জন্য ফুল চাষের ভূমিকা, সুগঠিত বাস্তুতন্ত্র গঠন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতেই উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, এ প্রকল্পের মাধ্যমে গোলাপ, জুঁই, অর্কিড, টিউলিপসহ আরও উচ্চমূল্যের ফুলের চাষ ত্বরান্বিত হবে বলে আশা করা যায়। কৃষির ঐতিহ্যবাহী কেন্দ্রস্থল যশোরে বাণিজ্যিক চাষাবাদের অনুশীলন এবং শস্যের বৈচিত্র্যময়তাকে উৎসাহিত করার মাধ্যমে কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠীর সহযোগিতায় পাশে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।