জাকির আহমেদ খান পিকেএসএফের নতুন চেয়ারম্যান

0
131

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। ২৮ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিকেএসএফের সংঘবিধি অনুযায়ী সরকারের সাবেক সচিব জাকির আহমেদ খানকে পরবর্তী তিন বছরের জন্য পিকেএসএফের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
একই প্রজ্ঞাপনে গত ১৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপন বাতিলের কথাও জানানো হয়। ওই প্রজ্ঞাপনে সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আবদুর রশীদকে পিকেএসএফের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। পরে সরকার তাকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।