চাঁদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

0
39

চাঁদপুর সদরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৪তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাব্বির আহমেদ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল ইসলাম ভূঁঞা। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ নাদিম, আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঞা এবং ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।