গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক

0
40

লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডসে মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি এ পুরস্কারের ট্রফি ও সনদ ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও এমডি মুহাম্মদ মুনিরুল মওলার কাছে হস্তান্তর করা হয়। এ সময় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, এএমডি মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং এসইভিপি ড. এম কামাল উদ্দীন জসীম ও মুহাম্মদ সাঈদ উল্লাহ উপস্থিত ছিলেন।