কৃষকদের কৃষি যন্ত্রপাতি অনুদান দিল মার্কেন্টাইল ব্যাংক

0
92

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে গতকাল কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। সম্প্রতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে আব্দুল্লাহপুরে পাঁচজন কৃষক প্রতিনিধির কাছে পাঁচটি পাওয়ার টিলার বিতরণ করেন। মার্কেন্টাইল ব্যাংকের আব্দুল্লাহপুর শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনসোর্ট ফ্লেক্সিপ্যাক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ জহিরুল ইসলাম ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান।