কমিউনিটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

0
79

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকায় পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশের আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভায় ব্যাংকের ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডাররা লভ্যাংশ প্রদানের অনুমোদন দেন। একই দিনে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রথম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়, যেখানে রেগুলেটরি অনুমোদন সাপেক্ষে ব্যাংকের নাম কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি হিসেবে পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি ও অ্যাডমিন মো. কামরুল আহসান, র‌্যাবের মহাপরিচালক (এডিশনাল আইজি) এম খুরশীদ হোসেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি বিএম ফরমান আলী, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কাজী মসিহুর রহমান, ড. আবদুল্লাহ আল মাহমুদ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মসিউল হক চৌধুরী প্রমুখ।