ওয়ান ব্যাংকের স্পেশাল ক্যাডার ও অফিসারদের কাজে যোগদান

0
68

ওয়ান ব্যাংক লিমিটেডের ৮৭ জন স্পেশাল ক্যাডার এবং ক্যাডার অফিসাররা (সপ্তম ব্যাচ) সম্প্রতি ব্যাংকে যোগদান করেছেন। এ উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. মনজুর মফিজ; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মো. সালেহ; ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর, কোম্পানি সেক্রেটারি এবং হেড অব এইচআর জন সরকার এবং এসইভিপি ও হেড অব সিআরএম মো. মানিরুল ইসলাম বক্তব্য রাখেন। স্পেশাল ক্যাডার এবং ক্যাডার অফিসারদের পক্ষ থেকে দুজন বক্তব্য রাখেন। এ ছাড়া ওই অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।