এসএম আনিসুজ্জামান ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি

0
88

এসএম আনিসুজ্জামান সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কোম্পানি সেক্রেটারি এবং হেড অব রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আইএফআইসি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি প্রাইম ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডে কাজ করেন। আনিসুজ্জামান ২০১৫ সালের অক্টোবরে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ব্যাংক এশিয়ায় যোগ দেন। ব্যাংক এশিয়ায় আট বছরেরও বেশি কর্মজীবনে তিনি বিভিন্ন উদ্ভাবন, পরিবর্তন, পরিবর্ধন, করপোরেট গভর্ন্যান্স ও রেগুলেটরি বিষয়ক কার্যাবলি তত্ত্বাবধানে নেতৃত্ব দিয়ে আসছেন।