এমটিবি ফাউন্ডেশনের ১২তম ব্রেভারি অ্যান্ড কারেজ অ্যাওয়ার্ড

0
93

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ১২তম ব্রেভারি অ্যান্ড কারেজ অ্যাওয়ার্ড প্রদান করেছে। এবার সালমান ফার্সী শামীমকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হয়। নীলফামারী সদর উপজেলায় ট্রেন দুর্ঘটনা থেকে একই পরিবারের তিন শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তিনি। তার পরিবারের হাতে একটি চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, চেয়ারম্যান মো. আবদুল মালেক, সদ্য সাবেক চেয়ারম্যান ও পরিচালক মো. ওয়াকিল উদ্দিন, পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ও মো. হেদায়েত উল্লাহ, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী আখতার আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।