এমটিবি ও রহিম টেক্সটাইল মিলসের মধ্যে চুক্তি

0
42

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও নিউ এশিয়া গ্রুপের প্রতিষ্ঠান রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং সেবা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে ব্যাংকটির হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন এবং রহিম টেক্সটাইল মিলসের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএফ জগলুল আহমেদ চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও মো. খালিদ মাহমুদ খান, রহিম টেক্সটাইল মিলসের নির্বাহী পরিচালক মো. শাহীনুর রহমান ও প্রধান অর্থ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।