এমটিবির রিটেইল ফেস্ট উদ্বোধন

0
40

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি সপ্তাহব্যাপী রিটেইল ফেস্ট উদ্বোধন করেছে। এমটিবি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান ফেস্টের উদ্বোধন ঘোষণা করেন। এটি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দীন আহমাদ, মো. শামসুল ইসলাম, উসমান রাশেদ মুয়ীন ও মো. শাফকাত হোসেন।