বিশ্বাস ও আস্থা বজায় রেখে ব্যাংকিং কার্যক্রমে গ্রাহককে যুক্ত করতে পরিচালিত হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং কার্যক্রম। এ ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকিংয়ের ‘এ সময়ের ইসলামী ব্যাংকিং’ শীর্ষক প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে প্রতিষ্ঠানটি।
এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমরা গ্রাহকের জন্য নিয়ে এসেছি অনলাইন-অফলাইন আধুনিক সব সুবিধাযুক্ত পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং সেবা, যা গ্রাহকের বিশ্বাস ও আদর্শকে সমুন্নত রাখবে।