এনসিসি ব্যাংকের করপোরেট রিলেশনশিপ ম্যানেজারদের সভা অনুষ্ঠিত

0
33

এনসিসি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজারদের এক সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক এবং মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুনসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং ৩০টি করপোরেট শাখার ব্যবস্থাপক ও রিলেশনশিপ ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন ব্যবসার দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রিলেশনশিপ ম্যানেজারদের সবুজ অর্থায়নে অগ্রাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনাময় ব্যবসায় অর্থায়নের আহ্বান জানান।