এনআরবি ব্যাংকের কর্মশালা

0
59

এনআরবি ব্যাংক লিমিটেড সম্প্রতি দিনব্যাপী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক ব্যামেলকো কনফারেন্সের আয়োজন করে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস। এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মামুন মাহমুদ শাহের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক জুয়াইরিয়া হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামেলকো মো. শাকির আমীন চৌধুরী।