এক্সিম ব্যাংকের সিলেট অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন

0
64

সিলেট অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও সব শ্রেণির নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে এক্সিম ব্যাংক। সম্প্রতি সিলেটের রোজ ভিউ হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর। আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি।