এক্সিম ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

0
131

এক্সিম ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১২৬তম সভা গতকাল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু নোমান মো. রফিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। অন্যদের মধ্যে ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম, অধ্যাপক ড. এইচএম শহীদুল ইসলাম বারাকাতী, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ খাইরুল্লাহ, মাওলানা মোহাম্মদ আবদুর রাজ্জাক, আলহাজ মো. নুরুল আমিন ও সদস্য সচিব মোহাম্মদ জুলকার নাইন।