এক্সিম ব্যাংকের নেতৃত্বে ফেনীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

0
55

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় ফেনীতে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত এ কনফারেন্সে লিড ব্যাংক হিসেবে ছিল এক্সিম ব্যাংক। এতে ফেনীর সব তফসিলি ব্যাংক অংশ নেয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ফেনী জেলা প্রিন্সিপাল অফিসের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হারুন-অর-রশীদ। কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক পিনাকী রঞ্জন সরকার, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক মো. আব্দুল আহাদ, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি কামরুন নাহার, এক্সিম ব্যাংকের এএমডি মো. হুমায়ূন কবীর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রোকসানা আহমেদ এবং এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী।