ইস্টার্ন ব্যাংক লিমিটেড এখন ইস্টার্ন ব্যাংক পিএলসি

0
100

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) নাম পরিবর্তন করে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) রাখা হয়েছে। ৩ সেটেম্বর থেকে নতুন নামটি কার্যকর হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) পক্ষ থেকে সব তফসিলি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের বরাবর এ মর্মে একটি সার্কুলার পাঠানো হয়। এছাড়া ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশিত হয়।