ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

0
43

ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান একেএম মাহবুব মোরশেদ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনপ্রধান মো. আনিসুল হক। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাঈদ।