আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও এইচবিআরআই মধ্যে সমঝোতা চুক্তি

0
41

টেকসই এবং পরিবেশবান্ধব আবাসন উন্নয়নে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে এইচবিআরআইর মহাপরিচালক মো. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুর রহমান চৌধুরী এবং এইচবিআরআইর প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার মো. পারভেজ খাদেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশন হেড মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রোডাক্টস অ্যান্ড প্রোপোজিশনস হেড সাইফ ইমাম বোখারী, গাজী মোস্তাফিজুর রহমান এবং এইচবিআরআইর প্রজেক্ট অফিসার আহসান হাবীব, সিনিয়র রিসার্চ আর্কিটেক্ট মনজুর পারভেজ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবরা উপস্থিত ছিলেন।