আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২৯তম এজিএম অনুষ্ঠিত

0
28

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সেলিম রহমানের সভাপতিত্বে ২৯তম এজিএম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া এবং পরিচালক আব্দুস সালাম, মো. আব্দুল হামিদ মিয়া, মাহবুব আহমেদ, হাফেজ মো. এনায়েত উল্যা, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন, নাসির উদ্দিন ও মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় এমডি ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। এ সময় ভার্চুয়ালি অংশ নেন পরিচালক আব্দুস সামাদ লাবু, মোহাম্মদ এমাদুর রহমান, আনোয়ার হোসেন, মো. কামরুল হাসান সিদ্দিকী, কাজী ওসমান আলী এবং এএএম জাকারিয়া। কোম্পানি সচিব মো. নিজাম উদ্দিন ভূঞা সভায় এজেন্ডা উপস্থাপন করেন।