আভিভা ফাইন্যান্সের নতুন এএমডি মো. মোস্তাফিদুজ্জামান

0
162

আভিভা ফাইন্যান্স লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. মোস্তাফিদুজ্জামান। এর আগে তিনি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. মোস্তাফিদুজ্জামান বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রিটেইল, এসএমই ফাইন্যান্স, এসএমই সাপ্লাই চেইন, ক্রেডিট ম্যানেজমেন্ট ও ল্যান্ডিং অপারেশন, ডিপোজিট আহরণ বিষয়ে দক্ষতা অর্জন করেছেন এবং বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের কার্ড ডিভিশনে কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন ব্যবস্থাপক পর্যায়ে কৌশলগত ভূমিকা পালন করেন। তিনি মেঘনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডেলটা ব্র্যাক হাউজিং অ্যান্ড ফাইন্যান্সে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।