আইসিসি বাংলাদেশের কর্মশালা অনুষ্ঠিত

0
74

ঢাকায় সম্প্রতি এডিআরের মাধ্যমে ডকুমেন্টারি ক্রেডিট বিরোধ নিষ্পত্তি: আইসিসি আরবিট্রেশন এবং ডিওসিডিইএক্স কেস পর্যালোচনা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, আইসিসিবি মহাসচিব আতাউর রহমান, ওয়ার্কশপ রিসোর্স পারসন হিসেবে কেএম লুৎফর রহমান এবং আইসিসিবি মহাব্যবস্থাপক অজয় বি সাহা উপস্থিত ছিলেন।