আইএফআইএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

0
30

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ৩৩৬তম সভা সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান কেবিএম মঈন উদ্দিন চিশতী সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান শিব্বির মাহমুদ ও আনিস সালাউদ্দিন আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান একেএম শহীদুল হক, পরিচালকদের মধ্যে আফজালুর রহমান, জুলিয়া রহমান, আজগার হায়দার, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।