অগ্রণী ব্যাংকে সিআইবি রিপোর্টিং বিষয়ক কর্মশালা

0
72

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ও আইটি অ্যান্ড এমআইএস ডিভিশন আয়োজিত চ্যালেঞ্জেস ইন সিআইবি রিপোর্টিং, অ্যাকশন প্ল্যান অ্যান্ড ইটস রেমেডিস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এবিটিআইয়ে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. মুরশেদুল কবীর। এ ছাড়া সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) মো. আনিসুর রহমান, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (সিআইটিও) মো. শাহীনূর রহমান, আইটি অ্যান্ড এমআইএস ডিভিশনের উপমহাব্যবস্থাপক (সিআইবি) শাহীনুর বেগম। কর্মশালায় বিভিন্ন শাখার ৮৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।